গ্রামের মানুষদের চলাচলে সুবিদার্থে নতুন চার কিলোমিটার রাস্তার কাজের উদ্বোধন করা হল।উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক নং ব্লকের অন্তর্গত গোয়ালপোখর গ্রাম পঞ্চায়েতের চাকলা গড় এলাকায় চার কিলোমিটার রাস্তার কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের সহকারি সভাধিপতি গোলাম রসুল।বর্ডার উন্নয়ন তহবিল থেকে এই রাস্তার কাজের জন্য ১ কোটি ৮৬ লক্ষ টাকার বরাদ্দ করা হয়েছে।এদিন সহকারি সভাধিপতি গোলাম রোসুল রাস্তা কাজের ফিতা কেটে উদ্বোধন করেন।এই অনুষ্ঠানে অন্যানদের মধডে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান,উপ প্রধান সহ অন্যান্যরা। রাস্তার কাজের উদ্বোধন হওয়ায় খুশি এলাকার মানুষেরা।