শহররের ১৫-১৬,১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা গুলিতে আলোবাতি বসিয়ে শহরকে সাজানোর উদ্যোগ পৌরসভার

0
298

শহররের ১৫-১৬,১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা গুলিতে আলোবাতি বসিয়ে শহরকে সাজানোর উদ্যোগ পৌরসভার, প্রকল্পের খোঁজখবর নিলেন চেয়ারম্যান ,ভাইস চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলর

গঙ্গারামপুর ২৯ শে নভেম্বর দক্ষিণ দিনাজপুর। আলোবাতি দিয়ে শহরকে সাজানোর উদ্যোগ নিল পৌরসভা।প্রকল্পের কাজের খোঁজখবর নিতে এদিন বিকেলে এলাকায় ছুটে যান পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলর।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার তরফে মিশনমোড় থেকে শিববাড়ি পর্যন্ত ১৫.১৬.১৮নম্বর তিনটি ওয়ার্ডের রাস্তার দুপাশে আলোপতি লাগানোর কথা জানালেন চেয়ারম্যান। এক মাসের মধ্যেই কাজও শেষ হয়ে যাবে। স্কুল, চার্জ সহ নাগরিকেরা সুবিধা পাবেন বলে চেয়ারম্যান জানিয়েছেন। গঙ্গারামপুর পৌরসভা সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই গঙ্গারামপুর শহরে ১৮টি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পথবাতির মধ্যে দিয়ে শহরকে শহরকে আলোক উজ্জলে ভরিয়ে তুলতে কাজ শুরু করেছে পৌরসভা। ইতিমধ্যেই পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ও ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাসের পরিকল্পনায় বাকি কাউন্সিলরদের মতামত নিয়ে উন্নয়নমূলক কাজে এগিয়ে যাচ্ছে এই পৌরসভার। গঙ্গারামপুর শহরের ১৬ নম্বর ওয়ার্ডের মিশনমোড় থেকে ১৫ নম্বর ওয়ার্ডের শিববাড়ি বিভিন্ন এলাকা ও ১৮নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা গুলিতে নতুন করে আলোবাতি বসানোর কাজ শুরু করেছে পৌরসভা।এদিন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাসকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় যে কাজ হচ্ছে আলোবাতি বসানোর সেই কাজগুলো তদারকি করেন। তাদের সঙ্গে ছিলেন পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিল বিশ্বজিৎ মুরমু সহ আরো অনেকেই। এবিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানিয়েছেন, এই তিনটি ওয়ার্ডের মধ্যে চার্জ, স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে। শহরকে শহরকে আলোতে সাজানোর পাশাপাশি ভালোর জনসাধারণের সমস্যার কথা মাথায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রায় ২৫ লক্ষ টাকা বরাদ্দে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।এক মাস কুড়ি দিনের মধ্যেই কাজও শেষ হবে।এর ফলে অনেক সমস্যায় সমাধান হবে। গঙ্গারামপুর পৌরসভার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here