আলিপুরদুয়ার:- । ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজলি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার পাশে ২টি টোটো দাঁড়িয়ে ছিল, এবং টোটো চালক টোটোতে লাকড়ি বোঝাই করতে ছিল সেই সময় জটেশ্বর থেকে বীরপাড়া গামী দ্রুত গতিতে একটি বোলেরো গাড়ি টোটোতে ধাক্কা মেরে রাস্তাতে উল্টে যায়। টোটো চালক সামান্য আহত হয়। এবং গাড়িতে থাকা ৩জনের মধ্যে একজন গুরুতর জখম হয় এবং ২ জন সামান্য আহত হন বলে খবর। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে জটেশ্বর ফাঁড়ির পুলিশ পৌঁছে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়।