আলিপুরদুয়ার। ফের লেপার্ডের হানায় জখম হল এক চা শ্রমিক ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের চুয়াপাড়া চা বাগানে। বৃহস্পতিবার চুয়াপাড়া চা বাগানের শ্রমিক মাগডালি খড়িয়া বাগানের ১৪ নং সেকশনে কাজ করছিল । ঐ সময় আচমকা লেপার্ড চা বাগানের নালা থেকে বেরিয়ে তার উপর আক্রমণ চালায় এবং এলাকা থেকে লাফিয়ে চলে যায়। এই ঘটনায় মাগডালি জখম হয় তার কাঁধে লেপার্ড থাবা বসায় । ঘটনাস্থলে বনদফতরের হ্যামিল্টণগঞ্জ রেঞ্জ অফিসার অঙ্কন নন্দী ও বনকর্মীরা পৌছে আহত মহিলা শ্রমিককে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর ফের লেপার্ডের হানায় জখম হল এক চা শ্রমিক ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের...