ভারতীয় পাসপোর্ট বানাতে অবৈধ অনুপ্রবেশ দুই বাংলাদেশির,গ্রেফতার করল কুমারগ্রাম থানার পুলিশ :-
আলিপুরদুয়ার : ভারতীয় পরিচয়ে ইউরোপে কাজের সন্ধানে পাড়ি দিতে,দুই বাংলাদেশী যুবক ভারতীয় পাসপোর্ট বানানোর উদ্দেশ্যে অবৈধ ভাবে ত্রিপুরা সীমান্ত দিয়ে প্রায় দুই মাস আগে দালালের মারফত ভারতে প্রবেশ করে ।এরপর তারা আলিপুরদুয়ার জেলার ফালাকাটা এলাকায় থাকতে শুরু করে। দালাল তাদের নকল আধার কার্ড, ভোটার কার্ডও তৈরী করে দেয় মোটা টাকার বিনিময়ে। এরপর শুরু হয় পাসপোর্ট বানানোর প্রক্রিয়া। সাম্প্রতি দালাল এই দুই যুবকে জানায় যে, তাদের পাসপোর্টের আবেদন অনলাইনে করা হয়েগেছে। বুধবার ওই দুই যুবক কে ভেরিফিকেশনের জন্য কোন এক সরকারি আধিকারিক ডেকেছেন বলে কুমারগ্রামের দলদলিতে ডাকা হয়। কিন্তু তারা দলদলি এলে সেই দালাল তাদের থেকে টাকা হাতিয়ে চম্পট দেয়। গ্রামের মানুষ অচেনা এই দুই যুবক কে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখে পিছু নেয়, তারা তখন দৌড়ে এক গৃহস্থ্যের বাড়িতে আশ্রয় নেয়। সেখানে তাদের জিগ্যাসাবাদ করে পুলিশে খবর দেয় গ্রামবাসীরা। কুমারগ্রাম থানার পুলিশ এসে ওই দুই বাংলাদেশী যুবক কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে, পুলিশ সাত দিনের হেফাজতের আবেদন করেছে। সূত্র মারফত জানা গেছ, দালাল ওই দুই যুবকের থেকে আধার কার্ড সহ অন্য নথি তৈরী করতে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এবার পাসপোর্ট ভেরিফিকেশন করতে আরো টাকা দাবি করেছিল। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।