যুব সমাজ কে মাদক থেকে দূরে রাখতে সাত সকালে মাঠে পুলিশ সুপার

0
213

:-

আলিপুরদুয়ার:- মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে বৃহস্পতিবার সকালে জটেশ্বরে উচ্চ বিদ্যালয়ের মাঠে নামলেন আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবমশী। এদিন তিনি নিজে ছাত্রছাত্রী সঙ্গে মাঠে নামেন এবং শরীর চর্চা করেন। এদিন জেলা পুলিশ সুপার বলেন, এর আগেই জেলা পুলিশের পক্ষ থেকে ঘোষণা করে ছিলাম পুলিশের শীর্ষকর্তারা বিভিন্ন মাঠে যাবেন।সেই মতো আজ আমরা জটেশ্বরে মাঠে এসেছি।তিনি বলেন, মাঠের প্রতি ছেলেমেয়েদের আগ্রহ বাড়াতে পারলে তারা নেশার বস্তু থেকে দূরে থাকবে। তিনি আরো বলেন, যারা মাদক দ্রব্য ব্যবহার করেন তাদের সংখ্যা কমিয়ে আনতে হবে। আমরা সচেতন হলে তা অবশ্যই কমে যাবে। যুব সমাজকে মাঠমুখী হলে তাদের ভুল পথে যাবার প্রবণতা কমে যাবে। এদিন উপস্থিত ছিলেন, ফালাকাটা থানার আই সি সমিত তালুকদার ছিলেন জটেশ্বর ফাঁড়ির ওসি অমিত শর্মা সহ অন্যান্য পুলিশ আধিকারিক গন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here