হিলিতে বিএসএফকে চ্যালেঞ্জ জানিয়ে দেদার গোরু পাচার ভারত-বাংলাদেশ সীমান্তে

0
259

হিলিতে বিএসএফকে চ্যালেঞ্জ জানিয়ে দেদার গোরু পাচার ভারত-বাংলাদেশ সীমান্তে। এলোপাথাড়ি গুলি বিএসএফের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩০ নভেম্বর ——— শীতের মরশুম শুরু হতেই উন্মুক্ত সীমান্ত দিয়ে দেদার গরু পাচার হিলিতে। বি এস এফকে চ্যালেঞ্জ পাচারকারীদের, এলোপাথাড়ি গুলি সীমান্তে। বুধবার মধ্যরাতে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় দক্ষিন দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের চকগোপাল এলাকায়। ঘটনার পরে পাচারকারীরা পালাতে সক্ষম হলেও বি এস এফের ছোড়া গুলিতে রক্তাক্ত হয়েছে একটি গোরু। আটক করা হয়েছে সাতটি গোরুকেও। বিএসএফ সুত্রের খবর অনুযায়ী, বুধবার রাত দেড়টা নাগাদ হিলির চকগোপাল বিওপি এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের চ্যালেঞ্জ জানিয়ে উন্মুক্ত সীমান্ত দিয়ে গোরু পাচার করতে উদ্যত হয় পাচারকারীরা। যে সময় সীমান্তে প্রহরারত ১৩৭ বিএসএফ ব্যাটেলিয়নের কর্তব্যরত জওয়ানরা পাচারকারীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। মধ্যরাতে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় সীমান্ত এলাকায়। ঘটনার পরে পাচারকারীরা এলাকা ছেড়ে পালিয়ে গেলেও পায়ে গুলি লেগে রক্তাক্ত হয়েছে পাচার করতে নিয়ে যাওয়া একটি গোরু। যাকে উদ্ধার করবার পাশাপাশি সাতটি আস্ত গোরুও উদ্ধার করেছে ১৩৭ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানরা। প্রসঙ্গত, হিলির ভারত-বাংলাদেশ সীমান্তের এই চকগোপাল সীমান্তটি উন্মুক্ত সীমান্ত হিসাবেই পরিচিত। আশপাশের আরো বেশ কয়েকটি এলাকা রয়েছে যে এলাকাগুলিও পাচারকারীদের স্বর্গরাজ্য হিসাবেই পরিচিত। শীতের মরশুম শুরু হতেই ঘন কুয়াশাকে কাজে লাগিয়ে যে এলাকা দিয়েই শুরু হয়েছে গোরু পাচারকারীদের দৌরাত্ম্য। শুধু তাই নয়, দেশের বেশকিছু প্রান্তে নির্বাচনকে ঘিরে সেন্ট্রাল ফোর্স হিসাবে বি এস এফ কাজে লাগানোয় কিছুটা ঘাটতি দেখা গেছে সীমান্ত রক্ষায়। আর যে সুযোগ নিয়েই রাতের অন্ধকারে সীমান্তে দাপাদাপি শুরু করেছে গোরু পাচারকারীরা। ওইদিন মধ্যরাতে সেই হিসাবেই কয়েকশো গোরু পাচার করতে উদ্যত হয় পাচারকারীরা। চ্যালেঞ্জ জানানো হয় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদেরও। আর এরপরেই পাচারকারীদের ছত্রভঙ্গ করতে এলোপাথাড়ি গুলি চালায় ১৩৭ বিএস এফ ব্যাটেলিয়নের জওয়ানরা বলে সুত্রের খবর। যে ঘটনাকে ঘিরেই তুমুল উত্তেজিত হয়ে ওঠে সীমান্তবর্তী চকগোপাল এলাকা। যদিও এব্যাপারে কিছু বলতে চাননি বিএসএফের কর্মকর্তারা।

বিষয়টি নিয়ে ১৩৭ বি এস এফের কোম্পানী কমান্ডার সুখবীর ডাঙ্গর কে ফোন করা হলে তিনি বলেন, ফোনে সাংবাদিকদের এসব তথ্য দেওয়া বারণ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here