২৫ ও ২৬ শে নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল ২০২৩ সালের আন্তরজাতিক প্রতিযোগিতা

0
222

২৫ ও ২৬ শে নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল ২০২৩ সালের আন্তরজাতিক প্রতিযোগিতা যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ৭ টি দেশ সাউথ আফ্রিকার ঘানা, মালোসিয়া, নেপাল, ভুটান, বাংলাদেশ, ইথপিয়া ও টিম ইন্ডিয়া এই বিশাল মাপের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিদেশের বিভিন্ন প্রতিযোগী যেমন অংশগ্রহণ করে ছিলো, তার সাথে আমাদের দেশের বিভিন্ন রাজ্যের সাথেই খেলার সুযোগ পেয়েছিল উত্তরবঙ্গের মালদা জেলার তাইকুন্ডো ক্যাম্প অফ বাংলা এরিয়ার প্রতিনিধিরা যারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করে,এই প্রতিযোগিতায় এবং খুব ভালো রেজালট হইছে আমাদের জেলার ছেলে ও মেয়েদের এবং গোটা প্রথিযোগিতাই সবচেয়ে কম বয়সের প্রতিযোগী হয়ে অংশগ্রহণ করে ৩ বছর বয়সের প্রতিযোগী, ইভান দাস স্বর্ণপদক জয়ী মোট ১৩ জন স্বর্ণপদক,৭ জন সিলভার পদক ১০ জন ব্রোঞ্জ পদক পেয়েছেন , যাদের মধ্যে কালিয়াচোকের দেবাঙ্কুর লালা ইংলিশ বাজারের স্নেহারাদ্ধা দাস,আয়ুস গোসামি, অদ্রিজা সাহা,অদৃজা দাস, অনিরুদ্ধ সাহা,কিশোর বিশ্বাস, অনামিকা টুডু,সানিদ্ধী সরকার,ইভোরাজ হালদার, শ্রী দাস , তানিয়া মণ্ডল, রিদাম দে, ইভানসিকা সাহা ,আভিয়ান ভট্টাচার্য্য ,রাজেন্দ্রীমা চৌধুরী, ইশান্ত গুহ মজুমদার, আধায়া মণ্ডল, নাফিসা সুলতানা , সানিদ্ধি সরকার, অনির্বান সিনহা গাজোলের রাজকুমার সিংহ,গায়ত্রী বিশ্বাস,অগ্নিদীপত দাস,লাল মহম্মদ, দেবায়ন দাস, দেবাঙ্গ সরকার,অর্চিষ্মানদাস। যারা পদক অর্জন করে জেলার ও দেশের নাম উজ্জল করেছে, কোচ রামাশীষ দাস জনিয়েছেন এই সাফল্য এক নতুন অধ্যায় সূচনা করলো ও জেলার নাম কে স্বর্ণ অক্ষরে গৌরমম্বিত করলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here