পথ অবরোধ করে বিক্ষোভ ফুটপাত ব্যবসায়ীদের

0
288

কোচবিহার:- রাস মেলার মধ্যে ফুটপাত ব্যবসায়ীদের দোকান করতে দিতে হবে এই দাবি সামনে রেখে মেলার মধ্যেই পথ অবরোধ করে বিক্ষোভ ফুটপাত ব্যবসায়ীদের । ফুটপাত ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা রাস মেলার মধ্যে ফুটপাতে ব্যবসা করে । তারা পৌরসভা কে ট্যাক্সও দেয় । তবে গত বছর থেকে তাদের ফুটপাথে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না । এবারও তারা মেলা শুরু দিন থেকে ফুটপাতের উপর ব্যবসা করছে । প্রতিদিন রীতিমতো কোচবিহার পৌরসভা কে তার জন্য টাক্স দিছেন তারা । তবে অভিযোগ গতকাল হঠাৎ করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের ফুটপাত থেকে তাদের দোকান গুলো তুলে দেওয়া হয় । তাই তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন । তারা চায় তাদের মেলাতে ব্যবসা করতে দেওয়া হোক ।
ব্যবসায়ীদের সাথে দেখা করেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে । তিনি ব্যবসায়ীদের কথা শুনেন । বিধায়ক নিখিল রঞ্জন দেব বলে কোচবিহারের ঐতিহ্যবাহী এই রাসমেলায় দীর্ঘদিন ধরে ফুটপাত ব্যবসায়ীরা বিভিন্নভাবে মাল নিয়ে এসে ব্যবসা করে । তবে হঠাৎ করে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে কেন বিষয়টি নিয়ে পুরো মন্ত্রীর পাশাপাশি পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাদের সমস্যার সমাধান করার জন্য বলা হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here