গঙ্গারামপুর,প্রয়াত হলেন সিপিএমের দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী নারায়ন বিশ্বাস। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মঙ্গলবার সকাল ৬টা বেজে ৩০ মিনিট নাগাদ এসএসকেএম হাসপাতাল তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। নারায়ন বাবুর মৃত্যুতে জেলা শোকের ছায়া নেমে এসেছে।
দিন কয়েক আগে গঙ্গারামপুরের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নারান বাবু। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। সেখানে এদিন চিকিৎসা চলাছিল। এদিন সাত সকালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ছাত্র আন্দোলন থেকে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন নারায়ন বিশ্বাস। বাম আমলে নারায়ন বাবু জেলা পরিষদের সভাধিপতি,প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান। এবং বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রী সভায় পর পর দুইবার গুরুত্বপূর্ন মন্ত্রীপদ সামলেছেন। বর্তমানে তিনি সিপিএমের জেলা সম্পাদক ছিলেন।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর প্রয়াত হলেন সিপিএমের দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী নারায়ন বিশ্বাস