বন্যপ্রাণীর মৃত্যু ঠেকাতে নজর রাখা হবে গাড়ির গতিতে

0
201

আলিপুরদুয়ারঃ আগামীকাল কালচিনি ব্লকের বন্ধ দলসিংপাড়া চা বাগান ও মাদারিহাট ব্লকের বন্ধ দলমোড় , রামঝোরা চা বাগান নিয়ে শিলিগুড়ি শ্রমিক ভবনে ত্রিপাক্ষিক বৈঠক আয়োজিত হতে চলেছে।
আগামী নয় ডিসেম্বর মূখ্যমন্ত্রী আলিপুরদুয়ার সফরে আসছে আর মুখ‍্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের পূর্বে বন্ধ তিনটি চা বাগান নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক আয়োজিত হচ্ছে।
এর পূর্বে বন্ধ চা বাগান নিয়ে তিনটি ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে কিন্ত বৈঠক ভেস্তে গিয়েছে। আগামীকাল পূনরায় ত্রিপাক্ষিক বৈঠক হতে চলেছে এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে বন্ধ এই তিনটি চা বাগানের প্রায় তিন হাজার শ্রমিক পরিবার।

এই বিষয়ে বিজেপি চা বাগান সংগঠন বিটিডাব্লুইউ এর দলসিংপাড়া চা বাগান সভাপতি রাম তেলি জানান আমরা আশা করছি আগামীকাল বৈঠকে বাগান খোলার সিদ্ধান্ত হবে।

তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন দলসিংপাড়া চা বাগান সম্পাদক মহঃ সাজু জানান আমরা চাই বাগান খুলুক তিনি জানান শ্রমিকদের সমস্ত দাবি পূরণ করে বাগান খুলুক ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here