বালুরঘাটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী শুরু হল বাংলা মোদের গর্ব অনুষ্ঠান। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করলেন জেলাপরিষদের সভাধিপতি।
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৮ ডিসেম্বর ————- জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুরে শুরু হল বাংলা মোদের গর্ব অনুষ্ঠান। শুক্রবার বিকেলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বালুরঘাট হাইস্কুল মাঠে এই মেলার শুভ সূচনা করেন জেলাপরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা। এছাড়াও এদিনের অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারি সভাধিপতি অম্বরিশ সরকার, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, বুনিয়াদপুর পৌরসভার পুরপ্রশাসক অখিল বর্মন, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানে জেলা ও কলকাতার খ্যাতনামা শিল্পীরা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবার পাশাপাশি তুলে ধরা হবে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমুখী পরিকল্পনাগুলিও। প্রতিদিন বিকেল থেকে শুরু হওয়া এই মেলা চলবে রাত্রি নয়টা পর্যন্ত। যেখানেই এদিন দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।