লাগাতার বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত গ্ৰামবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো। আলিপুরদুয়ার দুই ব্লকের উত্তর পানিয়াল গুড়ি এলাকার বাসিন্দারা শুক্রবার বিকেলে দমনপুর এলাকায় আলিপুরদুয়ার গামী সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। গ্ৰামবাসীরা জানান লাগাতার বুনো হাতি হানায় তারা ক্ষতিগ্রস্ত ও আতঙ্কিত। প্রতিনিয়ত গ্ৰামে বুনো হাতি হানা দিয়ে ফসল নষ্ট করছে গতকাল রাতে ও হাতির আক্রমণে এলাকার এক বাসিন্দা গুরুতর জখম হয় বর্তমানে আহত ব্যাক্তি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। আহত ব্যাক্তিকে ক্ষতিপূরণ প্রদান ও এলাকায় বনদফতরের টহলের দাবিতে শুক্রবার বিকেলে গ্ৰামবাসীরা পথ অবরোধ করে প্রায় আধ ঘণ্টা খানেক অবরোধ চলে ঘটনাস্থলে আলিপুরদুয়ার জংশন ফাঁড়ির পুলিশ পৌছায় এবং পুলিশ ও বনদফতরের আশ্বাসে অবরোধ তুলে দেয় গ্ৰামবাসীরা।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর লাগাতার বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত গ্ৰামবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো