আলিপুরদুয়ার আলিপুরদুয়ার শহরের বক্সা ফিডার রোড ও প্যারেড গ্রাউন্ড চত্তরে পায়ে হেটে জন সংযোগ করছেন মুখ্যমন্ত্রী। এদিন বেলা তিনটা নাগাদ আলিপুরদুয়ার প্যারেড গ্ৰাউণ্ডে হেলিপ্যাডে হেলিকপ্টার নেমে চলে যান সার্কিট হাউসে সেখানে কিছুক্ষণ বিশ্রাম করার পর বেরিয়ে যান ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার শহরের বক্সা ফিডার রোড ও প্যারেড গ্রাউন্ড চত্তরে পায়ে হেটে জন...