গঙ্গারামপুর পৌরসভার ৫ ও ১৪ নম্বর ওয়ার্ডের পূর্ব হালদারপাড়া শীতলা মন্দির লীলা কীর্তন উৎসব কমিটি সকলের মঙ্গলের জন্য ছয় দিন ব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হলো, ভক্তদের ভিড় হলো ব্যাপক গঙ্গারামপুর ৯ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর। সকলের মঙ্গল কামনায় ৬ দিনব্যাপী লীলা কীর্তন উৎসব পালন করা হলো। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ৫ ও ১৪ নম্বর ওয়ার্ডের পূর্ব হালদারপাড়া শীতলা মন্দির লীলা কিত্তন উৎসব কমিটির তরফে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বহু ভক্ত বাতাসা প্রসাদ ভোগ নিবেদন করে মঙ্গল কামনা করেন। শহরের মধ্যে যেগুলো এই ধরনের অনুষ্ঠান হয় তার মধ্যে এই লীলা কীর্তন উৎসব কমিটির অনুষ্ঠানে প্রচুর পরিমাণে ভক্তের সমাগম হয়। যাকে ঘিরেই বসে একটু বিরাট মেলাও। গঙ্গারামপুর পৌরসভা ১৪ ও ৫ নম্বর ওয়ার্ডের হালদারপাড়া শীতলা মন্দির উৎসব কমিটির তরফে ছয় দিন ব্যাপী লীলা কীর্তন উৎসবের আয়োজন করা হয়।সেই অনুষ্ঠান এবছর ৪৭তম বর্ষ পা দিয়েছে। এবছরের লীলা কিত্তন উৎসব কমিটির সভাপতি হয়েছেন মিলন ঘোষ ,সম্পাদক অনন্ত রায়, প্রাক্তন সভাপতি হরিলাল রায়কে এবার উপদেষ্টা কমিটির দায়িত্বে নিয়ে আসা হয়েছে।অনুষ্ঠানে সভাপতি মিলন ঘোষ, সম্পাদক অনন্ত রায়, সদস্য রণজিৎ সরকার,বসু পাল,অর্জুন হালদার,রুহিদাস রায়, সহ অনেকে মিলে এমন অনুষ্ঠানের আয়োজন করে।কমিটির সকলের প্রচেষ্টায় এবার মন্দিরটি স্থায়ীভাবে পাকা হয়েছে। এদিন বেশ কয়েক কুইন্টাল বাতাসা ভোগ নিবেদন করেন সন্ধ্যায়। এবিষয়ে উৎসব কমিটির সম্পদক মিলন ঘোষ জানিয়েছেন, সকলের মঙ্গল কামনায় আমরা এমন অনুষ্ঠানের আয়োজন করে থাকি। যা এবছর ৪৭তম বর্ষে পা দিয়েছে। উৎসব কমিটির উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য হরিলাল রায় জানিয়েছেন, প্রতিবছরের প্রতি বছরও এবছরেরও আমরা সকলের মিলিত চেষ্টায় এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।যা আগামী দিনেও করা হবে লীলা কিত্তন অনুষ্ঠানের কয়েকদিনে ভক্তদের ভিড় হয়েছিল রেকর্ড পরিমাণে।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর পূর্ব হালদারপাড়া শীতলা মন্দির লীলা কীর্তন উৎসব কমিটি সকলের মঙ্গলের জন্য ছয়...