কোচবিহার:- শনিবার অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযানে নামল বক্সিরহাট আফগানি দপ্তর ও বক্সিরহাট থানার জোরাই ফাঁড়ির পুলিশ। এদিন আফগানি দপ্তর ও জোরাই ফাঁড়ির পুলিশের যৌথ উদ্যোগে বিশাল পুলিশ বাহিনী নিয়ে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের রামপুর ২গ্রাম পঞ্চায়েতের ঢরারকুঠির এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রায় ৩০ বিঘা জমির গাঁজা গাছ চাষ নষ্ট করে আগুন ধরিয়ে দেওয়া হয় । বারবার পুলিশ হানা দেওয়ার পরেও আস্তে আস্তে শুরু হয় গাঁজা চাষ, তবে কি অবৈধ গাঁজা চাষ রুখতে কোনো কঠোর ব্যবস্থা করবে পুলিশ প্রশাসন প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে । বক্সিরহাট আফগানি দপ্তরের সুত্রে জানা যায়, তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের রামপুর দুই গ্রাম পঞ্চায়েতের ঢরারকুঠি এলাকায় বক্সিরহাট থানা জোরাই ফাঁড়ির পুলিশ ও আফগানি দপ্তরের যৌথ উদ্যোগে সকাল থেকে প্রায় ৩০ বিঘা অবৈধ গাঁজা চাষের জমিতে অভিযান চালানো হয় গাঁজা গাছ কেটে নষ্ট করে দেওয়া হয় এবং পরে সেগুলিতে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয়।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর শনিবার অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযানে নামল বক্সিরহাট আবগারি দপ্তর ও বক্সিরহাট...