গলায় ফাঁস নিয়ে আত্মঘাতী এক যুবক,ঘটনাটি গঙ্গারামপুর থানার নারই এলাকায়

0
1188

গলায় ফাঁস নিয়ে আত্মঘাতী এক যুবক। ঘটনাটি করছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নারই এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম আসরাফুল আলম ( সরকার )৩৩ বাড়ি- তপন থানার মহাদেববাটি এলাকায়। দুপুর একটা নাগাদ নারই এলাকায় একটি পুকুরের পাশে গলায় ফাঁস নিয়ে আত্মঘাতী হয় ওই যুবক স্থানীয় লোকজন দেখতে পেয়ে গঙ্গারামপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ মৃতদে উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে আসে। এ বিষয়ক গঙ্গারামপুর ব্লকের আইএনটি টি ইউ সির সভাপতি জানিয়েছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here