পাচারের আগে ফের লক্ষাধিক টাকার মাদক উদ্ধার শহর শিলিগুড়িতে

0
235

শিলিগুড়ি:-

হাত বদলের আগেই পুলিশের হাতে পাকরাও মাদক পাচারকারী।উদ্ধার ২৮৬ গ্রাম ব্রাউন সুগার।যার বাজার মুল্য প্রায় ১৫ লক্ষ টাকা।শহর শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকা পরিনত হয়েছে মাদক পাচারের করিডর।প্রায় নিত্যদিনই পুলিশের হাতে ধরা পরছে বিভিন্ন মাদক।ব্যাতিক্রম নয় শনিবারও।খবর ছিল মালদা থেকে এক ব্যক্তি ব্রাউন সুগার নিয়ে বিক্রির উদ্যশ্য শহরে আসছে।খবরের ভিত্তিতে এদিন সন্ধ্যায় কাওয়াখালী বাংলা বিশ্ববাংলা গেটের সামনে ঘাটি গারে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।সেখানেই আটক করে আব্দুর রেজ্জাক নামে এক ব্যক্তিকে।তাকে তল্লাশি চালিয়ে তার কাছে তার কাছ থেকে উদ্ধার হয় ২.৮৬ গ্রাম ব্রাউন সুগার,যার বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তি ফুলবাড়ীর কালিজ্ঞিনীর বাসিন্দা।তাকে গ্রেফতার করে এনজেপি থানায় নিয়ে আসা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here