প্রায় ১১কোটি টাকার হাতির দাঁত সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা

0
587

শিলিগুড়ি:-

প্রায় ১১কোটি টাকার হাতির দাঁত সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা।আদালত সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম সোলেমান খান,রতন গোয়ালা।তাদের দুজনের বাড়ি অসমের হজাই জেলায়।দফপ্তর সূত্রে জানা গিয়েছে তিনটি হাতির দাঁত উদ্ধার করেছেন কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা। দাঁতগুলির ওজন ৭ কেজি ৩০০ গ্রাম।বন দফতরের দাবি আন্তর্জাতিক চোরাচালান বাজারে কেজি প্রতি দেড় কোটি হিসেবে উদ্ধার হওয়া দাঁতের মূল্য ১০ কোটি ৯০ লক্ষ টাকা।জানা গিয়েছে অসম থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে আসা রাজধানী এক্সপ্রেসের বি ফোর কামরা থেকে ধৃতদের শনিবার রাতে গ্রেফতার করেন গোয়েন্দারা।দাঁত দুটি রাখা ছিল ধৃতদের ব্যাগের ভেতর থেকে।প্রাথমিকভাবে গোয়েন্দারা জানতে পেরেছেন অসম থেকে দাঁতগুলো বেনারস হয়ে নেপাল হয়ে চীনে প্রবেশ করার কথা ছিল। তার আগেই শিলিগুড়ি স্টেশন দুজনকে ধরে ফেলেন গোয়েন্দারা।রবিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here