মালদা-বেহাল রাস্তা মালদার জেলার বেশ কিছু এলাকায়। রাস্তা নিয়ে ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে। ইংরেজবাজার ব্লকের বাগবাড়ি খয়ের মোড় থেকে বাহান্ন বিঘা এলাকার প্রায় এক কিলোমিটার রাস্তা বেহাল। দীর্ঘদিন ধরে এই এলাকায় রাস্তার সংস্কার হয় নি। এলাকাবাসীরা পঞ্চায়েত, ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছে বহুবার অভিযোগ করলেও এই রাস্তার কাজ এখনও শুরুই হয় নি। এলাকার মানুষের দাবি, উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের মতো এই এলাকাগুলিও যেন পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাহলে দ্রুত রাস্তার কাজ শুরু হবে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর বেহাল রাস্তা মালদার জেলার বেশ কিছু এলাকায় রাস্তা নিয়ে ক্ষোভ বাড়ছে মানুষের...