ছাত্রদের পড়াশোনা করালেন “শিক্ষক” বিডিও

0
241

জলপাইগুড়ি:-

ছাত্রদের পড়াশোনা করালেন “শিক্ষক” বিডিও। খোজ নিলেন স্কুলের হালহকিকত সম্পর্কেও।
জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের বিডিও প্রশান্ত বর্মণ। সম্প্রতি তিনি কাজে যোগ দেওয়ার পর “সক্রিয়” ভুমিকায় দেখা গিয়েছে তাকে। কখনো গ্রাম পঞ্চায়েত দফতরে সারপ্রাইজ ভিজিট করে কর্মীদের শোকজ করা, আবার কখনো ধান ক্রয় কেন্দ্রে হাজির হয়ে কৃষকদের সমস্যা মেটানো।
বুধবারও সেই মেজাজেই দেখা গেলো প্রশান্ত বর্মণকে। এদিন তিনি আচমকাই হাজির হন রাজগঞ্জের গোলাবাড়ি স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়। প্রথমে শিক্ষকদের সঙ্গে কথা বলেন। বিদ্যালয়ে কোনো সমস্যা রয়েছে কি না তা জানতে চান। সব শিক্ষকরা সময়মতো আসেন কি না, মিড ডে মিল ঠিকমত দেওয়া হয় কি না তা নিয়ে বিশদে খোজখবর নেন। এরপরই তিনি হাজির হন শ্রেনীকক্ষে। রীতিমতো শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায় তাকে। ছাত্রদের পড়া বুঝিয়ে দেওয়ার পাশাপাশি, ছাত্রদের কোনো সমস্যা রয়েছে কি না তাও জানতে চান।
বিডিও প্রশান্ত বর্মণ জানিয়েছেন, প্রথম কর্মজীবন শিক্ষক হিসেবেই শুরু করেছিলেন তিনি। তাই স্কুলের ছাত্রদের প্রতি এখনো তার টান রয়ে গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here