জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

0
665

তপনের রামপুর সংলগ্ন ১৫ মাইলে নাকা চেকিং চলাকালীন গাড়ি আটকাতে গেলে গাড়ি থেকে পড়ে গুরুতর আহত এক ব্যক্তি।
ক্ষোভে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।
বুধবার বিকেল তিনটা নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, এদিন তপন থানার অন্তর্গত রামপুর সংলগ্ন ১৫ মাইল মোড়ে জাতীয় সড়কে নাকা চেকিং চালাচ্ছিল হাইওয়ে ট্রাফিক পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, সেই সময় একটি পিকআপ ভ্যান আটকানোর জন্য বেরিগেড ঢেলে দেওয়া হলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি থেকে সড়কের উপরে পড়ে যান এক ব্যক্তি। ঘটনায় গুরুতর আহত হন তিনি।
এরপর তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। যদিও এখনও তাঁর নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের আরও অভিযোগ, প্রায়ই ওই এলাকায় চেকিং চালানো হয়। দুর্ঘটনার পর ১৫ থেকে ২০ মিনিট ধরে আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়নি পুলিশের তরফে।
যদিও অভিযোগ অস্বীকার করেছে কর্মরত পুলিশ কর্মী।ক্ষোভে ঘটনার প্রতিবাদে তাই ওই এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার এবং রামপুর পুলিশ ফাঁড়ির পুলিশ।
পুলিশের আশ্বাসে প্রায় আধঘন্টা পর অবরোধ তুলে নেন অবরোধকারীরা।
এবিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here