গাছ মোদের মিতা ঘন্টু উৎসব 2023 স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে পালন

0
339

গাছের প্রতি প্রাথমিক বিদ্যালয় শিক্ষাজীবন থেকেই আরো ভালোবাসা তৈরি করার জন্য গাছ মোদের মিতা ঘন্টু উৎসব 2023 স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে পালন করল গঙ্গারামপুরের দমদমা অমল বন্ধু বিদ্যা নিকেতনের শিক্ষক শিক্ষিকারা, অনুষ্ঠানের ভিড় হয়েছিল ব্যাপক

ঙ্গারামপুর 15 ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর। স্কুলের শিক্ষাজীবন থেকেই গাছের গুরুত্ব বুঝাতে অভিনব উৎসব পালন করল একটি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।গাছ মোদের মিতা,ঘন্টু উৎসব 2023 নামে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে করা হলো একটি গাছের বিরাট প্রদর্শনী অনুষ্ঠান। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের মধ্যে নামকরা প্রাথমিক বিদ্যালয় বলে পরিচিত দমদমা অমল বন্ধু বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রীরা তাদের হাতে তৈরি করা গাছের প্রদর্শনি এদিন তুলে ধরেন সকলের সামনে।যা দেখে স্কুলের বাকি ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকেরাও মুগ্ধ হন। প্রধান শিক্ষক অলক সরকার জানান,গাছের প্রতি ছাত্রছাত্রীদের ভালোবাসা বেশি করে বাড়ানোর জন্যই এমন অনুষ্ঠানের আয়োজন করা। এক ছাত্র জানালেন,খুবই ভালো লাগলো এমন অনুষ্ঠানে যোগদান করতে পেরে। ধন্যবাদ জানাই প্রধান শিক্ষক স্যারকে।এমন অনুষ্ঠান দেখতে এদিন ভিড় হয়েছিল স্কুলে ব্যাপক।
দক্ষিণ দিনাজপুর জেলার যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় গুলো রয়েছে তার মধ্যে গঙ্গারামপুর শহরের মধ্যে নামকরা প্রাথমিক বিদ্যালয় বলতে দমদমা অমল বন্ধু বিদ্যানিকেতন বুঝায়।এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় হলেও শিক্ষার মান রয়েছে খুবই ভালো।স্কুলের প্রধান শিক্ষক অলক সরকার সারা বছর ধরেই ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেবার পাশাপাশি বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করে এই স্কুলের সম্মান পেয়েছে বহু জায়গায়। দমদমা অমল বন্ধু বিদ্যানিকেতন স্কুল সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে স্কুলের প্রধান শিক্ষক অলক সরকার ছাত্র-ছাত্রীদের ছোট ছোট গাছের চারা বিলি করেন। সেই গাছগুলো ওই সমস্ত ছাত্র-ছাত্রী বাড়িতে নিয়ে গিয়ে পরিচর্যা করেন বেশ কিছুদিন ধরে। মঙ্গলবার ছিল প্রতিটি ছাত্র-ছাত্রীদের তাদের নিজের হাতে পরিচর্যা করা গাছের প্রদর্শনী অনুষ্ঠান।প্রায় 100জনের উপরে ছাত্র-ছাত্রীরা তাদের হাতে তৈরি করা গাছের প্রদর্শনী অনুষ্ঠানে হাজির হন। স্কুলের মধ্যেই বেশ ঘটা করে ঘন্টু উৎসব 2023 গাছ মোদের মিতা এই অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কুলের তরফে। সেখানে প্রধান শিক্ষক অলস সরকার, বাকি সহ শিক্ষকদের পাশাপাশি ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের অংশগ্রহণ করেছিলেন। দমদমা অমল বন্ধু বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক অলক সরকার জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাজীবন থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে গাছের প্রতি যে ভালোবাসা তা ফুটিয়ে তোলার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।কিভাবে তারা সেই গাছকে যত্ন করে বড় করেছে সে বিষয়টি সামনে রেখে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।এর ফলে ছাত্রছাত্রীদের মধ্যে গাছের প্রতি ভালোবাসা আরো বাড়বে বলে তিনি দাবি করেন। স্কুল থেকে গাছ পাবার পর নিজের হাতে তা পরিচর্যা করে এদিনে প্রদর্শনী অনুষ্ঠানে হাজির হয়ে এক ছাত্র খুশি হয়ে জানালেন, খুবই ভালো অনুষ্ঠান। প্রধান শিক্ষক সহ বাকি সহ শিক্ষকদের ধন্যবাদ জানাই এমন অনুষ্ঠানে সুযোগ দেবার জন্য। গাছের প্রতি আমাদের যে ভালবাসা সেটা আরো অনেকটাই বেড়ে গেল।
এদিনের অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি প্রদর্শনীতে অংশগ্রহণ করা ছাত্র-ছাত্রীদের সঙ্গে তাদের বহু অভিভাবকেরাও উপস্থিত হয়েছিল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here