ভুটানে কাজ করতে গিয়ে রহস্যজনক মৃত্যু হল শ্রমিকের। আলিপুরদুয়ার জেলার তুরতুরি বেলতলা বাসিন্দা গার্জু টিঙ্গা গত ৫ ডিসেম্বর এক ঠিকাদার মারফৎ ভুটানে যায় শ্রমিকের কাজ করতে। ভুটানে কাজ করতে গিয়ে সে অসুস্থ হয়। গতকাল রাতে বেশি অসুস্থ হলে ঠিকাদার গার্জু টিঙ্গাকে জয়গাঁতে নিয়ে আসে এবং জয়গাঁর এক বেসরকারি লজে তাকে রেখে গার্জু টিঙ্গা বাড়ির লোকদের ফোন করে। পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা জয়গাঁতে গতকাল রাতে এসে গর্জু টিঙ্গাকে উদ্ধার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আজ মৃতদেহ ময়নাতদন্ত হয়।