আলিপুরদুয়ার জেলা হাসপাতালে কোন রোগীর মৃত্যু হলে সেই মৃতদেহ নিয়ে যেতে সমস্যায় পড়তে হতো বিভিন্ন সময় রোগের আত্মীয়দের

0
288

আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে কোন রোগীর মৃত্যু হলে সেই মৃতদেহ নিয়ে যেতে সমস্যায় পড়তে হতো বিভিন্ন সময় রোগের আত্মীয়দের। হাসপাতালে কোন সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা না থাকায় চড়া ভাড়ায় সেই মৃতদেহ বহন করত আলিপুরদুয়ার জেলা হাসপাতাল চত্বরে থাকা বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা। অর্থের অভাবে মৃতদেহ বাড়ি নিয়ে যেতে সমস্যা হওয়ায়, একাধিক বার জেলা হাসপাতাল কর্তৃপক্ষের দারস্ত হয় বেশ কয়েকটি রোগীর পরিবার। বেশ কয়েকবার আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠনের অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করে। উল্লেখ্য কয়েকদিন আগে আলিপুরদুয়ার জেলার দলগাঁও বীরপাড়া এলাকায় অ্যাম্বুলেন্স পরিষেবার অভাবে এক রোগীর মৃত্যুর ঘটনাও ঘটে। সেই ঘটনায় নড়েচড়ে বসে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গেছে রোগী এবং রোগীর পরিবারদের সুবিধের কথা মাথায় রেখে এবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্সের নির্দিষ্ট ভাড়ার রেট চার্ট চালু করতে চলেছে কর্তৃপক্ষ। বিশেষত মৃতদেহ বহনের জন্য আলিপুরদুয়ার পৌরসভা ও আরো দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের মোট তিনটি শববাহী গাড়ি জেলা হাসপাতালে পরিষেবা দেওয়ার জন্য রাখার ভাবনা গ্রহণ করল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও একই দিনে আরোও মৃতদেহ বহনকারী গাড়ির প্রয়োজনে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা জেলা হাসপাতাল থেকে মৃতদেহ বহন করে রোগীর পরিবারদের বাড়িতে পৌঁছে দিতে পারবেন। তবে তা নির্ধারিত নির্দিষ্ট ওই রেট চার্টের মাধ্যমে। এক কথায় মৃতদেহ বহনের ক্ষেত্রে ভাড়া নিয়ে জুলুমবাজি রুখতে এই পদক্ষেপ আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here