কালিয়াগঞ্জ ডাকবাংলো রোডের নিম্ন মানের কাজের প্রতিবাদে বিজেপির অবস্থান বিক্ষোভ

0
164

কালিয়াগঞ্জ ডাকবাংলো রোডের নিম্ন মানের কাজের প্রতিবাদে বিজেপির অবস্থান বিক্ষোভ ডিসেম্বর:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর শহরের ১৫ ওয়ার্ডের ডাক বাংলো রোডের সংস্কারের কাজ ইতিমধ্যেই কালিয়াগঞ্জ পৌর সভা শুরু করে দিয়েছে।শুক্রবার বিজেপির কালিয়াগঞ্জ শহর মণ্ডল কমিটির পক্ষ থেকে নিম্ন মানের কাজের প্রতিবাদে ডাকবাংলো রোডে অবস্থান বিক্ষোভ শুরু করে।এক সাক্ষাৎকারে বিজেপির কালিয়াগঞ্জ শহর মণ্ডল কমিটির সভাপতি তথা কালিয়াগঞ্জ পৌর সভার বিজেপির কাউন্সিলর গৌরাঙ্গ দাস সাংবাদিকদের জানান প্রায় এক কোটি টাকা ব্যয় করে কাজ শুরু হলেও নেই কোন বোর্ড।বোর্ড দেওয়া থাকলে প্রত্যেকেই জানতে পারত কত টাকার কাজ হচ্ছে,কত কিমি রাস্তা হবে,কত দিনের মধ্যে শেষ হবে এসবকিছু জনগণ জানতে পারে। কিন্তূ সব কিছু অন্ধকারে রেখে জনগনকে কোন কিছু না জানিয়ে নিজের ইচ্ছা মত পৌর পিতা রাম নিবাস সাহা এই কাজ করে যাচ্ছেন। গৌরাঙ্গ দাস বলেন ডাক বাংলো রোড দুই পাশে বাড়ানো হলেও যে।পরিমাণ পাথর দিয়ে মাটি দিয়ে এই কাজ করা উচিৎ সেই ভাবে করা হচ্ছেনা বলেই তাদের আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ। গৌরাঙ্গ বাবু বলেন তিনি কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা ও পৌর সভার ইঞ্জিনিয়ারদের এই রাস্তার ব্যাপারে নূতন করে পুনরায় কাজ শুরু করবার জন্য বলা হয়েছে।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতাকে ডাকবাংলো রোডের নিম্ন মানের কাজের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন সরকারি শিডিউল্ড মেনে রাস্তার সংস্কারের কাজ করা হচ্ছে। বিরোধীরা যে কাজ করে থাকে সেই কাজই তারা করে যাচ্ছে।তিনি বলেন আমি ব্যাপারটি দেখবো বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here