আলিপুরদুয়ার:- চা বাগানে নতুন স্বাস্থ্য কেন্দ্রের ভবনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো শুক্রবার। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের ওই স্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাসাটি চা বাগানের ম্যানেজার বিপ্লব চক্রবর্তী, বিশিষ্ট সমাজ-সেবী সৌমেন রায়, দলগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান জাগৃতি টোপ্পো ছিলেন উপপ্রধান অমিত নাগ, দলগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আনন্দ খাড়িয়া প্রমুখ। এদিকে তাসাটি চা বাগানে নতুন স্বাস্থ্য কেন্দ্রে তৈরি হওয়ার খুবই খুশি তাসাটি চা বাগানের মানুষ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর চা বাগানে নতুন স্বাস্থ্য কেন্দ্রের ভবনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো শুক্রবার