আলিপুরদুয়ার। বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে শুক্রবার বিজেপির পক্ষ থেকে প্রতিনিধিত্বমুলক স্মারকলিপি দেওয়া হয় বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের সুপারকে।এই স্মারকলিপি শুক্রবার বীরপাড়া হাসপাতালের সুপারকে তুলে দেন জেলা বিজেপি সভাপতি ও মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা।
হাসপাতালে ওটি পরিষেবা,পোস্টমর্টেম পরিষেবা চালুর বিষয়গুলি স্মারকলিপিতে তুলে ধরা হয়।এবিষয়ে বিধায়ক মনোজ টিগ্গা জানান,”হাসপাতালে অস্থায়ী কর্মীদের ধর্মঘটের জেরে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।এগুলি তো সুপারকেই দেখতে হবে।ওটি পরিষেবা কেন বন্ধ থাকবে।মৃত্যুর মুখে ঢলে পড়ছে রোগীরা।এগুলো মেনে নেওয়া যাবে না।”
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে শুক্রবার বিজেপির পক্ষ থেকে প্রতিনিধিত্বমুলক...