কোচবিহার :- ওবিসি সম্প্রদায়ের বিভিন্ন দাবিকে সামনে রেখে 48 ঘণ্টার ধর্নায় বসলো কোচবিহার জেলা বিজেপি ওবিসি মোর্চা। কোচবিহার শহরের সাগরদিঘী অবস্থিত ডিআই অফিসের পাশে ধর্নায় বসছে বিজেপি ওবিসি মোর্চা। আগামীকাল বিকেল পর্যন্ত এই ধরনা চলবে। বিজেপি ওবিসি মোর্চার জেলা নেতৃত্ব সহ জেলার অন্যান্য সংগঠনের নেতৃত্বরা উপস্থিত রয়েছেন । তাদের দাবি ওবিসি সম্প্রদায়কে দুই ভাগে বিভক্ত করা হয়েছে সেটাকে বন্ধ করতে হবে এছাড়া ওবিসি সম্প্রদায়ের বিভিন্ন সার্টিফিকেট সহ নানা সমস্যায় পড়তে হয় সেই সব সমাধানের দাবিতে তাদের এই ৪৮ ঘন্টা ধরনায় বসা। এরপরেও যদি কোন রকম সমাধান না হয় তাহলে তারা আরও বড় আন্দোলনে নামবেন বলে জানান।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর ওবিসি সম্প্রদায়ের বিভিন্ন দাবিকে সামনে রেখে 48 ঘণ্টার ধর্নায় বসলো কোচবিহার জেলা...