গঙ্গারামপুর থানার পুলিশ পানসাগরের হাইমাদ্রাসা স্কুল থেকে ১১দিন পরে কম্পিউটার সহ চুরি যাওয়া বেশ কিছু জিনিস উদ্ধার করার পাশাপাশি দুই অভিযুক্তকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠাল, পুলিশের কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই গঙ্গারামপুর ২৮শে ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর। হাই মাদ্রাসা স্কুল থেকে চুরি যাওয়া বহু জিনিস ১১দিন পর উদ্ধার করল পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ গঙ্গারামপুর থানার জগদীশপুর এলাকা থেকে দুই অভিযুক্তকর গ্রেফতার করার পাশাপাশি মাদ্রাসা থেকে চুরি যাওয়া বেশ কিছু কম্পিউটারও সহ বিভিন্ন জিনিস উদ্ধার করে পুলিশ।বৃহস্পতিবার অভিযুক্ত দুজনকে গঙ্গারামপুর মহকুম আদালতে পাঠানো হয় পুলিশ নিজেদের হেফাজত চেয়ে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গঙ্গারামপুর থানা সূত্র জানা গেছে, গত ১৬ ডিসেম্বর গঙ্গারামপুর থানার বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের পানসাগর আবারকুড়ি হাইমাদ্রাসা স্কুল থেকে চোরের দল রাত্রিতে স্কুলের মধ্যে ঢুকে বেশ কিছু কম্পিউটার সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়। ঘটনায় আভাসকুড়ি হাইমাদ্রাসার স্কুল থেকে গঙ্গারামপুর থানায় একটি পরের দিনই লিখিতভাবে অভিযোগ জানানো হয়। গঙ্গারামপুর থানার তরফে লিখিত অভিযোগ হওয়ার পরেই চুরি যাওয়া ঘটনা তদন্তে নেওয়া হয়। পুলিশ গোপন সূত্রে খবর প্রায় গঙ্গারামপুর থানার উদয় গ্রামপঞ্চায়েতের জগদীশপুর এলাকায় এই ঘটনায় যুক্ত দুই চোর যুবক পালিয়ে রয়েছে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে সর্বমঙ্গলা এলাকার বাসিন্দা অভিযুক্ত শামীম মন্ডল, ও গঙ্গারামপুর থানার চালুন্দা এলাকার বাসিন্দা আব্দুল আজাদ মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তাদের কাছ থেকে চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী উদ্ধার হয় বলে পুলিশ জানায়।পুলিশি সূত্রে আরো জানা গেছে যে, অভিযুক্তদের নিজেদের হেফাজত চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।পুলিশ নিজেদের হেফাজতে পেলেই এই ঘটনার কারা আরো জড়িত রয়েছে এবং চুরি যাওয়া জিনিসপত্র গুলি কোথায় তারা বিক্রি করেছে না তাদের কাছে আছে তার তদন্ত করছে। পুলিশি সূত্রে জানা গেছে,এমন ঘটনা কাউকে ছেড়ে কথা বলা হবে না।পুলিশের তরফে আইনি কড়া ব্যবস্থায় নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে। গঙ্গারামপুর থানা পুলিশের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর গঙ্গারামপুর থানার পুলিশ পানসাগরের হাইমাদ্রাসা স্কুল থেকে ১১দিন পরে কম্পিউটার সহ চুরি...