নাবালিকা ধর্ষণে অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় পথ অবরোধ বিজেপি এবং যুবমোর্চার। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের টাকিমারি এলাকার ঘটনা

0
174

জলপাইগুড়ি:-

নাবালিকা ধর্ষণে অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় পথ অবরোধ বিজেপি এবং যুবমোর্চার। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের টাকিমারি এলাকার ঘটনা।
ওই এলাকার এক নাবালিকাকে টাকা এবং খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে এক প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে। গত ১০ই ডিসেম্বরের ওই ঘটনার পর, ১১ই ডিসেম্বর স্থানীয় ভোরের আলো থানাতে অভিযোগ দায়ের করেন নাবালিকার দাদু। কিন্তু অভিযোগ, প্রায় ১৭দিন কেটে গেলেও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। বিজেপি নেতৃত্বের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধের ছেলে স্থানীয় তৃণমূল নেতা। সেই কারণেই তাকে গ্রেফতার করা হচ্ছে না। এই অভিযোগ তুলেই টাকিমারি বাজারে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখে বিজেপি এবং যুব মোর্চা নেতৃত্ব। পরে ভোরের আলো থানার পুলিশ এসে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেওয়া হয়। যদিও এই প্রসঙ্গে তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, অভিযোগ সত্য হলে আইন আইনের পথে চলবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here