ফের বাঘ মামার দর্শন।বছর শেষে সুখবর দিল বন দফতর

0
524

জলপাইগুড়ি:-

ফের বাঘ মামার দর্শন।বছর শেষে সুখবর দিল বন দফতর।

ফের বাঘ দর্শন নেওড়ায়। হাড় কাঁপানো শীতে সমতল থেকে এগারো হাজার ফুট উচ্চতায় ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত নেওড়া ভ্যালির জঙ্গলে বন দফতরের ট্র‍্যাপ ক্যামেরায় ধরা পড়লো রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি।

এক-দুবার নয়। বন দফতরের সূত্রে খবর, গত দুমাসে একাধিকবার দেখা মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের। তবে এটি কি একই বাঘ, নাকি সংখ্যায় তারা একাধিক তা জানতে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে বন দফতর।
এই জঙ্গলে বাঘের উপস্থিতির প্রমাণ এই প্রথম নয়। ২০১৭ সালে প্রথম নেওড়ার জঙ্গল লাগোয়া এলাকায় বাঘ দেখার দাবি করেন পর্যটক নিয়ে যাওয়া এক গাড়ির চালক অনমোল ছেত্রী। মোবাইলে দূর থেকে একটি ছবিও তুলেছিলো সে। তারপরেই বন দফতর ট্র্যাপ ক্যামেরা বসিয়েছিল। তারপর একাধিকবার ছবি পাওয়া গিয়েছে বাঘের।
গত দু মাসে একাধিক ছবি পেয়েছে বন দফতর। কখনও দিনের ছবি, কখনও রাতের। বাঘের বিভিন্ন ভঙ্গিমায় ছবি পাওয়া গিয়েছে। কোনও ছবিতে দেখা গিয়েছে রয়েল বেঙ্গলটি হেঁটে যাচ্ছে, কোনও ছবিতে দেখা গিয়েছে বাঘটি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়ত বা শিকারের অপেক্ষায়। যে ছবিগুলি পাওয়া গিয়েছে সেগুলি একটি বাঘেরই নাকি নেওড়ার জঙ্গলে একাধিক বাঘ রয়েছে তা নিয়ে ধন্ধ রয়েছে। বন দফতর এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি।
জলপাইগুড়ি বন্যপ্রাণ বিভাগ সূত্রের খবর, চলতি বছরের জানিয়ারি মাসেও একবার বাঘের দেখা মিলেছিল। দু হাজার সতেরো সাল থেকেই নেওড়াতে নিয়মিত বাঘ দেখা গিয়েছে। তবে মাঝে দু বছর ট্র‍্যাপ ক্যামরায় কোনও ছবি ওঠেনি বলে দাবি। নেওড়ার জঙ্গলে বাঘ থাকার অনুকুল পরিবেশ রয়েছে বলে বিশেষজ্ঞরা দাবি করেন। ভূটান এবং সিকিমের জঙ্গলের সঙ্গে নেওড়ার জঙ্গলের যোগ রয়েছে। ওই পাহাড়ি জঙ্গলগুলিতে বাঘ রয়েছে। নেওড়ার জঙ্গলে বাঘের পছন্দের খাদ্যভান্ডারও রয়েছে। যার মধ্যে অন্যতম প্রিয় বন্যশুয়োর। বন দফতর সূত্রের খবর, ট্র্যাপ ক্যামেরার সংখ্যা আরও বাড়ানো যায় কিনা ভেবে দেখা হচ্ছে। বছরের আর কোন কোন সময়ে নেওড়ার জঙ্গলে বাঘের আনাগোনা থাকে তাও দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here