শিলিগুড়ি:-
শিলিগুড়ি মহকুমার বাগডোগরার গোঁসাইপুরে এশিয়ান হাইওয়ে ০২ এ যাত্রী বোঝাই বাস ও চার চাকা গাড়ির সংঘর্ষ,মৃত ১ আহত আরও পাঁচজন।শিলিগুড়ি মহকুমার বাগডোগরার গোঁসাইপুরে এশিয়ান হাইওয়ে ০২ এ যাত্রী বোঝাই বাস ও চার চাকা গাড়ির সংঘর্ষ।এই ঘটনায় মৃত একজন আহত আরও পাঁচজন।জানা গিয়েছে এদিন সকালে একটি যাত্রী বোঝাই বাস দাঁড়িয়ে ছিল।ঠিক সেই সময় দক্ষিণেশ্বর থেকে আসা একটি চার চাকা গাড়ি দাঁড়িয়ে থাকা যাত্রী বোঝাই বাসের পেছনে স্বজরে ধাক্কায় মারে।এবং দুমড়ে মুচড়ে চার চাকা গাড়িটি আহত হয় চার চাকা গাড়িতে থাকা ছয়জন।বিকট শব্দে স্থানীয় ছুটে যায়।এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা থানার পুলিশ।এরপর পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।তবে আহতদের উদ্ধার করে একজন দেখে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।অপর পাঁচজনের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে।অপরদিকে এই দুর্ঘটনা কারণে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।যদিও পুলিশি তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।গোটা ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ।