হিলিতে অতিসক্রিয় গোরু পাচার চক্র! সীমান্ত থেকে উদ্ধার হরিয়ানার গোরু

0
492

হিলিতে অতিসক্রিয় গোরু পাচার চক্র! সীমান্ত থেকে উদ্ধার হরিয়ানার গোরু। পলাতক পাচারকারীরা।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৯ ডিসেম্বর ———— হিলিতে অতিসক্রিয় গোরু পাচার চক্র! সীমান্ত লাগোয়া এলাকার হাইড্রেন থেকে উদ্ধার হরিয়ানার গোরু, পলাতক পাচারকারীরা। শুক্রবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল হইচই পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ দিনাজপুর জেলার বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলি ব্লকের ত্রিমোহিনী এলাকায়। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌছে বিশালাকৃতির ওই গোরুটিকে উদ্ধার করে ঘটনার তদন্তে নামে হিলি থানার পুলিশ। একই সাথে প্রতিবেশী রাজ্য হরিয়ানার গোরু রাতের অন্ধকারে কিভাবে সীমান্ত এলাকায় এসে পৌঁছালো তা নিয়েও জোর তদন্ত শুরু করেছে পুলিশ। তবে গোরু পাচার করবার সময় পাচারকারীদের অসাবধনতার কারনে যে এই ঘটনা ঘটেছে, তা একপ্রকার নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, হাইড্রেনে পড়ে থাকা ওই গোরুটি এরাজ্যের নয়। পাচারকারীরা হরিয়ানা থেকে গোরু নিয়ে এসে রাতের অন্ধকারে সীমান্ত পার করছিল। যেখান থেকেই একটি গোরু ওই হাইড্রেনে পড়ে যায়। যাকে উদ্ধার করা অসম্ভব ভেবেই ফেলে পালিয়ে গেছে গোরু পাচারকারীরা।

স্থানীয় বাসিন্দা সুজন ঘোষ ও অনিল মহন্তরা বলেন, রাতের অন্ধকারে গোরু পাচার করবার সময়ই এই ঘটনা ঘটেছে। প্রতিবেশী রাজ্য থেকে কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে এসব গোরু সীমান্তে আসছে তা গুরুত্ব দিয়ে দেখা উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here