চা বাগানে দীর্ঘদিন থেকে বসবাসরত সবাই জমির পাট্টা পাবে কালচিনি ব্লকের গাড়োপাড়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক

0
197

আলিপুরদুয়ার চা বাগানে দীর্ঘদিন থেকে বসবাসরত সবাই জমির পাট্টা পাবে কালচিনি ব্লকের গাড়োপাড়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক।সম্মেলন করে একথা জানালো তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। এদিন গাড়োপাড়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল গাড়োপাড়া অঞ্চল সভাপতি ঘুরন মাহালি, চেয়ারম্যান বাণ্টি চৌধুরী সহ তৃণমূল নেতৃত্বরা।

এই বিষয়ে উল্লেখ্য দুদিন পূর্বে গাড়োপাড়া অঞ্চলে আটিয়াবাড়ি চা।বাগানে বিজেপি চা বাগান সংগঠন বিটিডাব্লুইউ এর নেতৃত্বরা সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছিল তৃণমূল নেতৃত্ব শ্রমিকদের ভূল বোঝাচ্ছে চা বাগানের সবাই জমির পাট্টা পাচ্ছেনা। বিজেপি থেকে অভিযোগ করা হয়েছিল চা বাগানে বিঘা শ্রমিক, নন ওয়ার্কার, অস্থায়ী শ্রমিকরা পাট্টা পাচ্ছেনা।

এদিন তৃণমূল গাড়োপাড়া অঞ্চল সভাপতি ঘুরন মাহালি জানান চা বাগানে যারা দীর্ঘদিন থেকে বসবাস করছে তারা সবাই পাট্টা পাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here