আলিপুরদুয়ারঃ দিনের আলোতে লোকালয়ে চলে এল বুনো হাতির দল।
হাতির দলে ছোটো বড় মিলিয়ে পাঁচটি হাতি রয়েছে। বুনো হাতির দল দেখতে ভিড় জমিয়েছে প্রচুর লোক।
শনিবার দুফুরে পোরো এলাকায় বক্সা জঙ্গল থেকে চলে আসে বুনো হাতির দলটি।
যদিও এখন ওবধি হাতির দলটি এলাকায় কোনো ক্ষয়ক্ষতি করেনি।