বনধকে সাফল্যমন্ডিত করতে বুনিয়াদপুরে করা হয় রাস্তা অবরোধ

0
413

আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে ১২ ঘন্টা ভারত বনধকে সাফল্যমন্ডিত করতে বুনিয়াদপুরে করা হয় রাস্তা অবরোধ বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল ব্যবস্থাও।

সারনা ধর্ম কোড এর দাবিতে একাধিকবার রাষ্ট্রপতিকে লিখিতভাবে চিঠি দেওয়া হয়েছে আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে। সারনা ধর্ম কোড এর দাবিতে বহু বার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে। ২০২৩ এর মধ্যে সারনা ধর্ম কোড এর দাবিতে ভারত বন্ধের ডাক দেয়া হয় ৩০ শে ডিসেম্বর। আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে ভারত বনধকে সাফল্যমন্ডিত করতে শনিবার সকাল সাতটা তিরিশ নাগাদ বুনিয়াদপুরে যান চলাচল বন্ধ করে দেয়। দীর্ঘ ছয় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে বুনিয়াদপুর শহর জুড়ে। প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হয় পথযাত্রী মানুষ জনদের। ২০২৩ সালের মধ্যে সারনা ধর্ম কোড না দিলে ২০২৪ এ এর থেকেও বৃহত্তর আন্দোলন সহ লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আদিবাসী সিঙ্গেল অভিযান।

আদিবাসী সিঙ্গেল অভিযান সম্পাদক বিভূতি টুডু জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম দ্বারা সারণা ধর্ম কোড দাবি লিখিতভাবে চিঠি দেওয়া হয়েছে বহুবার। সারনা ধর্ম কোড এর দাবিতে শনিবার ১২ ঘন্টা ভারত বনধ এর ডাক দেওয়া হয়েছিল। এই ভারত বনধ কে সাফল্যমন্ডিত করতে বুনিয়াদপুরে অবরোধ ও রাস্তা অবরোধ করা হয়েছে। আমাদের দাবি না মেনে নিলে ২০২৪ থেকে লাগাতার অবরোধের আন্দোলন কর্মসূচি চলতে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here