যুবকের খুনির ফাঁসির দাবিতে পথ অবরোধ
আলিপুরদুয়ার : গত সোমবার গভীর রাতে খুনের ঘটনা ঘটে সাহেবপোতা বাজার এলাকায়। সেদিন রাতের বেলা মিন্টু চক্রবর্তী নামে এক যুবক কে খুন করে প্রতিবেশী যুবক সুমন্ত দাস।বলে অভিযোগ । এমনটাই অভিযোগ মৃত যুবকের পরিবারের।পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত প্রতিবেশী যুবক সুমন্ত দাস কে গ্রেপ্তার করে। শনিবার গ্রামবাসী ও পরিবারের সদস্যরা দোষীর ফাঁসির দাবিতে আলিপুরদুয়ার ফালাকাটা জাতীয় সড়কের সাহেবপোতায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পরে
সোনাপুর ফাঁড়ির পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। উত্তপ্ত আমজনতা অভিযুক্ত সুমন্ত দাসের বাড়ির সামনে গিয়ে বাড়িতে আগুন লাগার চেষ্টা চলায় পুলিশ গোটা বিষয় নিয়ন্ত্রনে আনে।।