সাতদিন ব্যাপী দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলার সূচনা বালুরঘাটে। শনিবার শহরের হাইস্কুল মাঠে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ২৮ তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা সূচনা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলাশাসকগণ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন এই বইমেলাকে কেন্দ্র করে একটি সুজ্জিত র্যালি গোটা বালুরঘাট শহর পরিক্রমা করে। ৩০ এ ডিসেম্বর থেকে চালু হওয়া এই মেলা চলবে ৫ই জানুয়ারি পর্যন্ত