আলিপুরদুয়ার ঘন কুয়াশার চাদরে মুড়েছে ডুয়ার্স।সকাল ৯ টা বেজে গেলেও বোঝার উপায় নেই।কুয়াশায় ঢেকেছিল চারদিক।দৃশ্যমানতা কম থাকায় গাড়িগুলিকে দেখা যায় আলো জ্বালিয়ে চলাচল করতে।সকাল থেকেই তাপমাত্রা ছিল ১২° সেলসিয়াস।চায়ের দোকানে দেখা যায় ভিড়।আলিপুরদুয়ার জেলার জয়গাঁ,কালচিনি,হাসিমারা,দলসিংপাড়ায় সহ সর্বত্রদেখা গিয়েছে এই ছবি
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর ঘন কুয়াশার চাদরে মুড়েছে ডুয়ার্স।সকাল ৯ টা বেজে গেলেও বোঝার উপায় নেই।কুয়াশায়...