কোচবিহার : প্রতিবেশিদের সংঘর্ষে মৃত্যু হল এক ব্যাক্তির। বাশের ঝোপ কাটা নিয়ে গন্ডগোল ঘটনা ঘটে। বুধবার সকালে তুফানগঞ্জ থানার নাটাবাড়ি গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম তপন দাস। ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে। ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে প্রতিবেশী তপন দাস পরিবারের সাথে অখিল দাসের পরিবারের মধ্যে একটি বাঁশঝাড় কাটাকে কেন্দ্র করে তুমুল ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে । ঘটনায় তপন দাস (৩৩) ধারল অস্ত্র দিয়ে আঘাত করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনায় আর দুজন আহত হয়। যাদের কোচবিহার MJN মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় পুলিশ প্রধান আসামি অখিল দাস সহ ৪ জনকে আটক করেছে ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর প্রতিবেশিদের সংঘর্ষে মৃত্যু হল এক ব্যাক্তির। বাশের ঝোপ কাটা নিয়ে গন্ডগোল ঘটনা...