জিআই স্বীকৃতি পেয়েছে কালো নুনিয়া ধান ।আলিপুরদুয়ার জেলায় প্রতিটি ব্লকে কম বেশি কালো নুনিয়া চাষাবাদ হয়

0
247

আলিপুরদুয়ারঃ জিআই স্বীকৃতি পেয়েছে কালো নুনিয়া ধান ।আলিপুরদুয়ার জেলায় প্রতিটি ব্লকে কম বেশি কালো নুনিয়া চাষাবাদ হয়। কালোনুনিয়া জি আই স্বীকৃতি পাওয়ায় কৃষকরা এর সুফল পাবে এবং তাদের আয় বৃদ্ধি পাবে বলে মনে করছে কৃষি দফতরের আধিকারিকরা।

আলিপুরদুয়ার কৃষি দফতরের উপ কৃষি অধিকর্তা নিখিল কুমার মণ্ডল জানান আশাকরছি জি আই স্বীকৃতি পাওয়ার পর কৃষকদের আয় বৃদ্ধি পাবে এবং তারা উপকৃত হবে।
আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মেন্দাবাড়ি এলাকার কৃষক জগন্নাথ টোপ্পো, অনিল টোপ্পো দীর্ঘ বহু বছর থেকে কালোনুনিয়া ধান চাষাবাদ করছে। কৃষকরা জানান আগষ্ট মাসে প্রথম দিকে কালোনুনিয়া ধান রোপণ হয় এবং ডিসেম্বর মাসে কাটা হয়। বাজারে কেজি প্রতি ১০০ টাকা কালোনুনিয়া বিক্রি হয়। এক বিঘা জমিতে সাত থেকে আট হাজার টাকা আয় হয় ।

কৃষকরা জানান বর্তমানে আমরা কোনো সহযোগিতা পাইনা জি আই স্বীকৃতি পেয়েছে এতে আমরা আশাবাদী এখন হয়ত সরকারি সূযোগ সুবিধা পাবো। সুবিধা পেলে আরো ভালোমত কালোনুনিয়া চাষ করা যাবে এবং এখন কম আয় হয় আয় ও বেশি হবে বলে আশা করছে কৃষকরা ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here