বিবেকানন্দর জন্মজয়ন্তী নিয়ে দক্ষিণ দিনাজপুরে বাইক র‍্যালি সুকান্তর

0
184

বিবেকানন্দর জন্মজয়ন্তী নিয়ে দক্ষিণ দিনাজপুরে বাইক র‍্যালি সুকান্তর। কর্মীদের হয়রানি নিয়ে তোপ পুলিশকে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১২ জানুয়ারী ——– স্বামী বিবেকানন্দর ১৬১ তম জন্মজয়ন্তী উপলক্ষে দক্ষিণ দিনাজপুরে বিরাট বাইক র‍্যালি সুকান্তর। শুক্রবার দুপুরে গঙ্গারামপুর স্টেডিয়াম থেকে এই বাইক র‍্যালিটির সূচনা করা হয়। জেলার দুই বিধায়ক কে সঙ্গে নিয়েই বাইক র‍্যালির পুরো ভাগে থেকে নেতৃত্ব দিতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কে। যেখানে এদিন সুকান্ত ছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী, তপনের বিধায়ক বুধরাই টুডু সহ জেলা বিজেপির সমস্ত নেতৃত্বরা। গঙ্গারামপুর থেকে শুরু হওয়া ওই মিছিলটি এদিন তপন হয়ে বালুরঘাটের হিলি মোড়ে এসে শেষ হয়। এদিন সেই মিছিলের শুরুতেই সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তার অভিযোগ, দিদিমনির উস্কানিতে রাজ্য টা পুলিশি রাজ্যে পরিণত হয়েছে। শুধু তাই নয়, তার আরো অভিযোগ বিজেপির বাইক র‍্যালির কথা শুনেই এদিন সকাল থেকে রাস্তার মোড়ে মোড়ে পুলিশকে নামিয়ে দেওয়া হয়েছে জরিমানা করবার জন্য। তারা ভেবেছিলেন পুলিশের ভয়ে হয়তো বিজেপি কর্মীরা পিছু হটবে। কিন্তু সেসবের কিছুই হয়নি। উল্টে বাইক র‍্যালিতে বিজেপি কর্মীদের সংখ্যা কয়েকগুন বেড়ে গিয়েছে।

বাইট: সুকান্ত মজুমদার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here