জমি মাফিয়াদের দাদাগিরি! হিলিতে আস্ত শ্মশান দখল করার অভিযোগে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের।

0
364

জমি মাফিয়াদের দাদাগিরি! হিলিতে আস্ত শ্মশান দখল করার অভিযোগে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৫ জানিয়ারী ———- জমি মাফিয়াদের দাদাগিরি! আস্ত শ্মশান দখল করার অভিযোগে রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। সোমবার বিকেল থেকে বালুরঘাট-বাঙালিপুর রাজ্য সড়ক অবরোধের ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা যায়, মাতাইশ এলাকায় বেশ কিছুদিন ধরে শ্মশানের জায়গা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে ঝামেলায় জড়ায় এলাকার এক বাসিন্দা। বহু বছরের পুরনো সেই শ্মশানটিই দখল করার অভিযোগ উঠেছে ইন্দ্রজিৎ লাহা নামে ওই ব্যক্তির বিরুদ্ধে। যে শ্মশানের উপর নির্ভরশীল পার্শ্ববর্তী মানিকো, চকমানিকো, পোড়াহার, মাতাইশ, রঘুরামপুর, ফজলাপুর সহ প্রায় আটটি গ্রামের বাসিন্দারা। যেখানেই মৃতদেহ সৎকার করেন ওই এলাকার বাসিন্দারা। কিন্তু আচমকা সেই শ্মশানটি দখল হয়ে যাওয়ায়
মাতাইশ এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে বালুরঘাট-বাঙালিপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনার কথা জানাজানি হতেই ঘটনাস্থলে এসে পৌঁছায় হিলি থানার পুলিশ। যদিও পরে পুলিশের প্রতিশ্রুতি ও সহযোগিতায় পথ অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা ।পাশাপাশি তারা দাবি করেন,
অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

যদিও জমির মালিক ইন্দ্রজিৎ লাহার দাবি বিষয়টি কোটের বিচারাধীন। তাই কোর্টের মাধ্যমে যা সিদ্ধান্ত হবে তা মাথা পেতে নেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here