দীর্ঘ কয়েক বছরের স্বপ্ন পূরণ হলো মালদা, দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলাবাসীর

0
263

মালদা: দীর্ঘ কয়েক বছরের স্বপ্ন পূরণ হলো মালদা, দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলাবাসীর। মালদা টাউন স্টেশনের ওপর দিয়ে ছুটলো তেজস রাজধানী এক্সপ্রেস। আজ দুপুর তিনটে নাগাদ মালদা টাউন স্টেশনের এক নম্বর প্লাটফর্মে এসে দাঁড়ায় আগরতলা থেকে নয়া দিল্লি গামী রাজধানী এক্সপ্রেস। মালদা স্টেশনে ট্রেনটি দাঁড়াই ১০ মিনিট। এতদিন আগরতলা থেকে নয়া দিল্লি যাওয়ার রুটে বাংলায় শুধুমাত্র নিউ জলপাইগুড়িতে থামতো ট্রেনটি। ফলে মালদা জেলার বাসিন্দাদের ট্রেন ধরতে যেতে হতো নিউ জলপাইগুড়ি। আজ থেকে নতুন এই রুটে রাজধানী এক্সপ্রেস মালদা টাউন স্টেশন ছাড়াও দাঁড়াবে পাটনা, জালালপুর ও ভাগলপুর স্টেশনে। মাত্র উনিশ ঘন্টা চল্লিশ মিনিটে ট্রেন দিল্লি পৌঁছে যাবে। মালদা থেকে দিল্লি যাত্রা পথে শিততাপ নিয়ন্ত্রিত প্রথম শ্রেণীতে টিকিটের মূল্য নির্ধারিত করা হয়েছে ৫২১৫, টাকা দ্বিতীয় শ্রেণীতে ৩৩৯০ টাকা ও তৃতীয় শ্রেণীতে টিকিটের মূল্য নির্ধারিত করা হয়েছে ২৩১৫ টাকা। আপাতত সপ্তাহে একদিন করে চলবে রাজধানী। মালদা বাসির দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হওয়ায় খুশির হাওয়া জেলা জুড়ে।

Byte মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে

Byte বিজেপি সাংসদ খগেন মুর্মু
Byte:- যাত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here