নাটকের শহরে নাট্যপার্বনের আয়োজন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন বিপ্লব মিত্রের।

0
179

নাটকের শহরে নাট্যপার্বনের আয়োজন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন বিপ্লব মিত্রের।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৬ জানুয়ারী ——- নাটকের শহরে নাট্যপার্বণের আয়োজন। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে চালু হওয়া ছয়দিন ব্যাপী এই নাট্যপার্বনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্রে যার শুভারম্ভ করেন মন্ত্রী। যেখানে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন, দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বিজিন কৃষ্ণা, বিধায়ক তোরাফ হোসেন মন্ডল, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ জেলা প্রশাসনের প্রায় সমস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন সুত্রের খবর অনুযায়ী নাটকের শহরে এই নাট্য পার্বণ অনুষ্ঠান এবারে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে। ছয়দিন ব্যাপী এই পার্বনে জেলার ২৯টি নাট্যদল নাট্য উৎকর্ষ কেন্দ্রের অন্তরঙ্গ, মুক্ত মঞ্চ ও রঙ্গমঞ্চে নিজেদের নাটক পরিবেশন করবে।
জেলা শাসক বিজিন কৃষ্ণা বলেন নাটকের জন্য নাট্যউৎকর্ষ-এর মতো পরিকাঠামো শুধু বালুরঘাট বা সারা রাজ্যের মধ্যে নয়, সারা ভারতবর্ষেও এরকম পরিকাঠামো খুব বেশী জায়গায় নেই।
মন্ত্রী বিপ্লব মিত্র বলেন বালুরঘাট নাটকের শহর হিসাবেই পরিচিতি লাভ করেছে সারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রায় সমস্ত নাট্যপ্রেমী মানুষের কাছে। যে শহরে প্রশাসনের উদ্যোগে এধরনের অনুষ্ঠান ভিন্ন মাত্রা জোগাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here