মন্ত্রীর হাত দিয়ে দশ বেডের টিবি হাসপাতাল চালু হলো বালুরঘাটে।

0
183

স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। মন্ত্রীর হাত দিয়ে দশ বেডের টিবি হাসপাতাল চালু হলো বালুরঘাটে।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৬ জানুয়ারী ——- স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে দক্ষিণ দিনাজপুরে আবারো একাধাপ এগিয়ে এল রাজ্য সরকার। মন্ত্রীর হাত ধরে দশ বেডের টিবি হাসপাতাল চালু হল বালুরঘাটে। মঙ্গলবার বিকেলে ফিতে কেটে যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। এদিন ওই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ, পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর অনুযায়ী, বিগত দিনে টিভি রোগীরা জটিল সমস্যায় পড়লে তাদের উন্নত চিকিৎসার জন্য জলপাইগুড়ি অথবা কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজে ছুটতে হত। এদিন এই পরিষেবা চালুর মধ্যদিয়েই টিবি রোগীদের সেই হয়রানি অনেকটাই কমবে বলে উদ্বোধনী মঞ্চে থেকে দাবি করেছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।

মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, টিবি রোগীদের হয়রানি কমাতে রাজ্য সরকারের উদ্যোগে এদিন এই দশ বেডের উন্নততর চিকিৎসা পরিষেবা চালু করা হল বালুরঘাট হাসপাতালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here