রাতের অন্ধকারে দুস্কৃতি তান্ডব! জোনাল স্পোর্টসের আগেই প্যান্ডেল পুড়িয়ে দেওয়ার অভিযোগে হইচই বালুরঘাটে।
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৬ জানুয়ারী ——–– রাতের অন্ধকারে দুষ্কৃতি তাণ্ডব! জোনাল স্পোর্টসের আগেই প্যান্ডেল পুড়িয়ে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য। মঙ্গলবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাটের পুরনো হাইস্কুল মাঠে। যাকে ঘিরেই দুশ্চিন্তায় পড়েন স্কুল শিক্ষকেরা। যদিও এই ঘটনা অনভিপ্রেত বলে ব্যাখ্যা করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলরের।
জানা গেছে, প্রতিবছরের মতো এবারও শহরের ১১ নম্বর ওয়ার্ডের পুরনো হাইস্কুল মাঠে প্রায় ৩০ টি হাইস্কুলকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে জোনাল স্পোর্টস। ১৬ এবং ১৭ জানুয়ারি যে মাঠেই স্কুলের ছেলে মেয়েদের নিয়ে হাইস্কুল পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। যা নিয়ে কয়েকদিন আগেই প্যান্ডেল তৈরি হয় ওই মাঠে। এদিন খেলা শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে শিক্ষকরা মাঠে পৌঁছাতেই চোখ কপালে ওঠে তাদের। শিক্ষকদের অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কাহারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে আস্ত প্যান্ডেলটি। যে ঘটনা এদিন সামনে আসতেই তুমুল হইচই পরিস্থিতি তৈরি হয় এলাকায়। যে খবর পেয়েই এলাকায় ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ। ঘটনা জানতে পেরে এলাকায় হাজির হন স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিপুল কান্তি ঘোষও। তার দাবি, চরম ঠান্ডায় আগুন পোহাতে গিয়ে কারো অসাবধানতাবশত কারনে এমন দুর্ঘটনা ঘটেছে। যদিও এই আগুন লাগার সঠিক কারণ এখনো কেউই সেভাবে অনুসন্ধান করতে পারেনি। যা নিয়েই জোর তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ।
অনুপম মন্ডল নামে এক শিক্ষক বলেন, সকালে এসে মাঠের মধ্যে তৈরি করে রাখা প্যান্ডেলটি পুড়ে যাওয়া দেখে শুধু অবাকই নয় আতঙ্কিতও হয়েছেন তারা। রাতের অন্ধকারে দুস্কৃতিরাই এই ঘটনা ঘটিয়েছে। যা নিয়েই বালুরঘাট থানার পুলিশ কে খবর দিয়েছেন তারা।
এলাকার তৃণমূল কাউন্সিলর বিপুল কান্তি ঘোষ বলেন, প্রতিবছরই এই মাঠে খেলাধুলার আয়োজন হয়। তবে কেউ ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটায় নি বলেই তার মনে হয়েছে। আগুন পোহাতে গিয়ে অসাবধানতা বশত: এই ঘটনাটি ঘটে গিয়েছে। যদিও এর প্রকৃত কারন পুলিশ তদন্ত করলেই সামনে আসবে।