মালদা:- ২৯শে ডিসেম্বর অত্যাচারিত হয়ে প্রায় তিন বছরের এক শিশু কন্যাকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছিলেন এক গৃহবধূ। তারপরে স্বামীর বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ জানালেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি। পুলিশ এমনই অভিযোগ তুলে মঙ্গলবার। বিকেল চারটা নাগাদ সারা শহর বিক্ষোভ মিছিল করে থানার সামনে ধরনায় বসলেন ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা। তাদের অভিযোগ বারবার পুলিশকে জানানো সত্বেও টাকা পয়সা খেয়ে পুলিশ অভিযোগকারীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। তাই তাদের আজ এই কর্মসূচি। আগামী দিনে যদি পুলিশ কোন ব্যবস্থা না হয় তাহলে শহর জুড়ে বিশালাকার বিক্ষোভ আন্দোলনে নামবে ভারতীয় জনতা পার্টি।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর ২৯শে ডিসেম্বর অত্যাচারিত হয়ে প্রায় তিন বছরের এক শিশু কন্যাকে নিয়ে ট্রেনের...