আলিপুরদুয়ার এসএসবির উদ্যোগে সফট স্কিল প্রোগ্রামের সূচনা করলেন ডিআইজি শিব দয়াল উপস্থিত ছিলেন এসএসবি 17 নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডের সঞ্জয় ত্রিপাঠি , বৃহস্পতিবার সকালে ফালাকাটা এসএসবি 17 নম্বর ব্যারাকে এর সূচনা হয় চলবে আগামী সাতদিন পর্যন্ত, এসএসবির ১০০ জন জওয়ান এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে, ভারত ভুটান সীমান্ত রক্ষা করে এসএসবি জামানদা, তারা সব সময় সাধারণ মানুষের সঙ্গে সামঞ্জস্য রেখেই কাজ করে, তারা আরো কিভাবে জনগণের সঙ্গে মিশে আরো ভালোভাবে কাজ করতে পারে তার উদ্দেশ্যেই এই প্রোগ্রাম বলে জানান ডিআইজি